এসএসসির প্রাক-নির্বাচনী পরীক্ষার প্রস্তুতি

July 31, 2010
১। ভাষাভাষীর দিক দিয়ে বাংলার স্থান কততম? ক. প্রথম খ. দ্বিতীয় গ. চতুর্থ ঘ. সপ্তম ২। ‘রেস্তোরাঁ’ কোন দেশি শব্দ? ক. তুর্কি খ. হিন্দি গ. ফরাসি ঘ. ফারসি ৩। ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্নকে কী বলে? ক. ধ্বনি খ. বর্ণ গ. অক্ষর ঘ. শব্দ ৪। কোনটি প্রাতিপাদিকের উদাহরণ? ক. কলম খ. চলন্ত গ. জমা ঘ. জামাই ৫। বাংলা ভাষায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কয়টি? ক. ২টি খ. ৭টি গ. ১১টি ঘ. ২৫টি ৬। বর্গের ‘প্রথম’ ও ‘দ্বিতীয়’ বর্ণকে কী বলে? ক. অল্পপ্রাণ খ. মহাপ্রাণ গ. অঘোষ ঘ. ঘোষ ৭। দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে? ক. সমীভবন, খ. বিষমীভবন গ. ব্যঞ্জনচ্যুতি ঘ. ধ্বনি বিপর্যয় ৮। কোন শব্দে ণত্ব ও ষত্ব বিধানের নিয়ম প্রয়োগ হয়েছে? ক. কৃপণ খ. ভবিষ্যৎ গ. বর্ষণ ঘ. গণনা ৯। কোনটি স্বরসন্ধির উদাহরণ? ক. পবন খ. বাগদান গ. তদ্রূপ ঘ. তৎকাল ১০। কোনটিতে পত্নীবাচক অর্থে স্ত্রীলিঙ্গ হয়েছে? ক. বোন খ. মা গ. খুকী ঘ. বালিকা ১১। কোন শব্দে ‘ইকা’ প্রত্যয় যুক্ত হয়ে স্ত্রীবাচক শব্দ হয়? ক. নর্তক খ. গণক গ. অধ্যাপক ঘ. চাতক ১২। ১ থেকে ৪ পর্যন্ত তারিখবাচক সংখ্যা কোন নিয়মে সাধিত হয়? ক. বাংলা খ. ইংরেজি গ. হিন্দি ঘ. সংস্কৃতি ১৩। কোন পদাশ্রিত নির্দেশক নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা জ্ঞাপন করে? ক. টা খ. গোটা গ. তা ঘ. টুকু ১৪। দ্বিগু সমাসকে ব্যাকরণবিদেরা কোন সমাসের অন্তর্ভুক্ত করতে চান? ক. কর্মধারয় খ. অব্যয়ীভাব গ. দ্বন্দ্ব ঘ. বহুব্রীহি ১৫। গঠনরীতি ও অর্থের দিক থেকে সাধিত ধাতু কত প্রকার? ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫ ১৬। উ ও ঊ স্থলে ‘ঔ’ এবং ‘ঋ’ স্থলে ‘আর’ হওয়াকে কী বলে? ক. গুণ খ. বৃদ্ধি গ. টি ঘ. উপধা ১৭। কোনটি সঠিক? ক. ক্রী+তৃচ্ খ. দা+ তৃচ গ. কৃ+তৃচ্ ঘ. ্রক্রী+তৃচ ১৮। কোন শব্দটি উপজীবিকা অর্থে ব্যবহূত হয়েছে? ক. পাথুরে খ. মাছুয়া গ. জালিয়া ঘ. খুনিয়া ১৯। কোনটি যৌগিক শব্দ? ক. জলধি খ. বাঁশি গ. দৌহিত্র ঘ. হস্তী ২০। সংজ্ঞাবাচক বিশেষ্য পদ কোনটি? ক. অগ্নিবীণা খ. জনতা গ. যৌবন ঘ. গমন ২১। ‘ঘোড়া অতি দ্রুত দৌড়ায়’—কোন বিশেষণের উদাহরণ? ক. নাম বিশেষণের বিশেষণ খ. ভাব বিশেষণের বিশেষণ গ. ক্রিয়া বিশেষণের বিশেষণ ঘ. বিশেষণের বিশেষণ ২২। ‘ঘটনাটা শুনে রাখ’—এ বাক্যে ‘শুনে’ কোন অর্থ প্রকাশ পেয়েছে? ক. তাগিদ অর্থ খ. নিরন্তর অর্থ গ. কার্যসমাপ্তি ঘ. আকস্মিক অর্থ ২৩। ‘বাবা আমাকে একটি কলম দিয়েছেন’—এ বাক্যে মুখ্য কর্ম কোনটি? ক. বাবা খ. কলম গ. আমাকে ঘ. একটি ২৪। কোন পুরুষের অনুজ্ঞা হয় না? ক. উত্তম পুরুষ খ. মধ্যম পুরুষ গ. নাম পুরুষ ঘ. সবগুলো ঠিক ২৫। বিভক্তি চিহ্ন স্পষ্ট না হলে সেখানে কোন বিভক্তি আছে মনে করা হয়? ক. শূন্য খ. তৃতীয়া গ. চতুর্থী ঘ. পঞ্চমী ২৬। ‘কমলটা লেখে ভালো’—কিসের উদাহরণ? ক. কর্মবাচ্য খ. কর্তৃবাচ্য গ. কর্ম-কর্তৃবাচ্য ঘ. ভাববাচ্য ২৭। ‘করণ’ শব্দের অর্থ কী? ক. করা খ. যন্ত্র গ. আশ্রয় ঘ. কোনোটি নয় ২৮। অনুসর্গ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ক. ধ্বনিতত্ত্বে খ. রূপতত্ত্বে গ. বাক্যতত্ত্বে ঘ. অর্থতত্ত্বে ২৯। ‘যে মেয়ের বিয়ে হয়নি’—এর বাক্য সংকোচন কী? ক. অনূঢ়া খ. নবোঢ়া গ. কাকবন্ধ্যা ঘ. সুস্মিতা ৩০। ‘শবপোড়া’ শব্দটির কী দোষ দেখা যায়? ক. গুরুচণ্ডালী খ. আকাঙ্ক্ষার ভুল প্রয়োগ গ. উপমা ভুল প্রয়োগ ঘ. দুর্বোধ্যতা ৩১। ‘নষ্ট হওয়া স্বভাব যার’—এক কথায় কী হবে? ক. অবিনশ্বর খ. নশ্বর গ. নষ্টস্বভাব ঘ. বিনষ্ট ৩২। ‘উড়োচিঠি’ বাগধারার অর্থ কী? ক. বিশৃঙ্খলা খ. বেনামি চিঠি গ. প্রচুর ব্যবধান ঘ. পার্থক্য ৩৩। ‘আশায় নৈরাশ্য’ নিচের কোন বাগধারার অর্থ প্রকাশ করেছে? ক. কেউকেটা খ. গোয়াড় গোবিন্দ গ. গুড়ে বালি ঘ. গোড়ায় গলদ ৩৪। ‘চুল’-এর সমার্থক শব্দ কোনটি? ক. ধরণী খ. তনু গ. চিকুর ঘ. কায়া ৩৫। কোনটি উপসর্গযোগে বিপরীত শব্দ হয়েছে? ক. প্রতিকূল খ. বেহাল গ. প্রসারণ ঘ. চেতন ৩৬। ‘এ পথে চলা যায় না’—কোন বাচ্যের উদাহরণ? ক. কর্তৃবাচ্য খ. কর্মবাচ্য গ. ভাববাচ্য ঘ. কর্ম-কর্তৃবাচ্য ৩৭। সম্বন্ধ পদে কোনো বিভক্তি যুক্ত হয়? ক. কে, রে খ. শূন্য প্রথমা গ. র, এর ঘ. এ, তে ৩৮। ‘Practice makes a man perfect.’-এর সঠিক অনুবাদ কোনটি? ক. অভ্যাস মানুষকে পূর্ণতা দেয় খ. অভ্যাস মানুষের দাস গ. গাইতে গাইতে গায়েন ঘ. অভ্যাস মানুষকে সঠিক করে ৩৯। কোনটি চিঠির সবচেয়ে প্রয়োজনীয়? ক. বক্তব্য খ. সম্বোধন গ. তারিখ ঘ. প্রেরকের নাম ৪০। কম্পনজাত ধ্বনি কোনটি? ক. র খ. ড় গ. হ ঘ. চ ৪১। কোনটি আদরার্থে প্রয়োগ হয়েছে? ক. কেষ্ট খ. বোনাই গ. নিমাই ঘ. গিন্নিপনা ৪২। কোন পত্র প্রাপকের উপস্থিতিতে পঠিত হয়? ক. আবেদনপত্র খ. মানপত্র গ. ব্যক্তিগতপত্র ঘ. দাওয়াতপত্র ৪৩। ‘It is a long story’-এর অনুবাদ কোনটি? ক. ইহা একটি লম্বা গল্প খ. সে অনেক কথা গ. ইহা হয় একটি লম্বা কথা ঘ. ইহা একটি দীর্ঘ গল্প ৪৪। কোনটি অভিশ্রুতির উদাহরণ? ক. চারি>চাইর খ. কইরা>করে গ. চারি>চার ঘ. বাকস>বাসক ৪৫। কোনটি সংকোচক অব্যয়? ক. ও খ. এবং গ. অথচ ঘ. যদিও ৩৬। ‘পৃথিবী’ শব্দের সমার্থক শব্দ কোনটি? ক. তট খ. সুধাংশ গ. নেত্র ঘ. অবনী ৪৭। বাক্যের মৌলিক উপাদান কোনটি? ক. বর্ণ খ. শব্দ গ. অক্ষর ঘ. ধ্বনি ৪৮। ‘পুস্তক’ শব্দের বহুবচন কোনটি? ক. পুস্তিকা খ. পুস্তকরাজি গ. পুস্তকাবলি ঘ. পুস্তকগুলো ৪৯। নিচের যোগরূঢ় শব্দ কোনটি? ক. বাঁশি খ. পঙ্কজ গ. নায়ক ঘ. তৈল ৫০। কোন বানাটি শুদ্ধ? ক. ফটোস্ট্যাট খ. ফটোষ্টাট গ. মাষ্টার ঘ. দুস্ট।
 

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

July 26, 2010
বিজ্ঞান  সময়: ২ ঘণ্টা \ মান: ১০০ ১. সংক্ষেপে উত্তর দাও। ৩×১০=৩০ ক) বায়বীয় পদার্থের ৫টি বৈশিষ্ট্য লেখো। খ) বস্তুর ওজন বলতে কী বোঝায়? গ) যৌগিক পদার্থ কাকে বলে? যৌগিক পদার্থের উদাহরণ দাও। ঘ) তাপ ...
Continue reading...
 

৩০ তম বিসিএস (প্রিলিমিনারি) পরীক্ষা: চূড়ান্ত মডেল টেস্ট

July 26, 2010
প্রিয় বিসিএস পরীক্ষার্থীরা, বিসিএস (প্রিলিমিনারি) পরীক্ষার জন্য ১০০টি প্রশ্নের চূড়ান্ত মডেল টেস্ট ছাপা হচ্ছে। আজ ছাপা হলো মডেল টেস্টের ২য় অংশ। সঠিক উত্তর মিলিয়ে নিন আগামীকাল। ৫১। গর...
Continue reading...
 

Blog Archive



 
Make a Free Website with Yola.